চুয়াডাঙ্গা
গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতার ফলাফলে পক্ষপাতের অভিযোগ
চুয়াডাঙ্গায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতায় মূল্যায়ন প্রক্রিয়ায় অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন একাধিক প্রতিযোগী। এ বিষয়ে রোববার (২০ জুলাই) রাত ৮টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ সড়কের একটি ক্যাফেতে তারা সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ১১টি আইডিয়া জমা পড়ে। আয়োজক সংস্থার নির্ধারিত নির্দেশনা অনুযায়ী, প্রতিটি আইডিয়ার সঙ্গে দলের সদস্যদের ভূমিকা উল্লেখ, গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য এবং সর্বোচ্চ দুই পৃষ্ঠার সীমাবদ্ধতায় প্রজেক্ট জমা দেওয়ার শর্ত ছিল।
তবে চূড়ান্ত ফলাফলে এসব নির্দেশনার লঙ্ঘন ঘটেছে বলে অভিযোগ তুলেছেন অংশগ্রহণকারীরা।
তাদের দাবি, যেই প্রজেক্টটিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে, তাতে চার পৃষ্ঠার বেশি কনটেন্ট ছিল, যেটা স্পষ্টভাবে নিয়ম ভঙ্গ। সেই সঙ্গে প্রজেক্টে দলীয় সদস্যদের ভূমিকা স্পষ্ট নয় এবং গণঅভ্যুত্থানের সঙ্গে আইডিয়ার সামঞ্জস্য নিয়েও প্রশ্ন রয়েছে। এমন প্রজেক্ট কীভাবে মূল্যায়নে সর্বোচ্চ নম্বর পেল, তা নিয়েই উঠছে সমালোচনা।
প্রতিযোগী মুশফিকুর রহমান অভিযোগ করেন, প্রতিযোগিতা চলাকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন মঞ্জু আমাদের জানিয়ে ছিলেন যে, ১৩ বা ১৪ জুলাই প্রেজেন্টেশন নেওয়া হবে। কিন্তু ১৪ জুলাই পর্যন্ত কোনো প্রেজেন্টেশন নেওয়া হয়নি। হঠাৎ করে বিজয়ী আইডিয়া ঘোষণা করা হয়। পরে আমরা প্রশ্ন তুললে তিনি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
তিনি আরও জানান, এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করলে প্রতিযোগীদের প্রেজেন্টেশন নেওয়া হয়, তবে সেখানেও পক্ষপাতমূলক আচরণ ও অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
প্রতিযোগী সাইফুল্লাহ আল সাদিক বলেন, নির্ধারিত শর্ত ভঙ্গ করে যদি কেউ প্রজেক্ট জমা দেয়, তাহলে সেটি প্রাথমিক যাচাইবাছাইয়েই বাতিল হওয়ার কথা। কিন্তু সেই প্রজেক্টকেই বিজয়ী করা হয়েছে। এতে স্বচ্ছ মূল্যায়নের যে কথা বলা হয়েছিল, তা প্রশ্নবিদ্ধ হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এই অনিয়ম শুধু একজন প্রতিযোগিকে বিজয়ী করার উদ্দেশ্যে করা হয়েছে। ফলে অন্যরা ন্যায্য মূল্যায়ন থেকে বঞ্চিত হয়েছেন।
প্রতিযোগীরা এসময় চূড়ান্ত ফলাফল বাতিল, সকল প্রজেক্ট নিয়ম মেনে পুনর্মূল্যায়ন ও মূল্যায়ন কমিটিকে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পুনর্গঠনের দাবি করেন।
সংবাদ সম্মেলনে মাহাবুব ইসলাম আকাশ, ফাহিম উদ্দিন মভিন ও সুমন সর্দার উপস্থিত ছিলেন।
হুসাইন মালিক/এমএন/জেআইএম