ফেনীতে ১০ তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৪:১০ পিএম, ২১ জুলাই ২০২৫

নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে পড়ে হান্নান হোসেন (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (২১ জুলাই) সকালে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের হোম প্লাসের ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হান্নান নোয়াখালীর চর জব্বর উপজেলার উত্তর সুবর্ণচর গ্রামের বেলাল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, ফেনীতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন হান্নান। প্রতিদিনের মতো সকালে নির্মাণাধীন একটি ভবনে কাজ করতে উঠেন তিনি। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ১০ তলা থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।