ফেনীতে এনসিপির পদযাত্রা স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ২১ জুলাই ২০২৫

ফেনীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রা স্থগিত করা হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকেলে এনসিপি ফেনীর সংগঠক শাহ ওয়ালিউল্লাহ মানিক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উত্তরায় বিমান বিধ্বংসে প্রাণহানির ঘটনায় সারাদেশ শোকে মুহ্যমান। এমন পরিস্থিতিতে দলীয় সিদ্ধান্তে পদযাত্রা স্থগিত করা হয়েছে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত জানান, ‘বিমান দুর্ঘটনায় জরুরি সেবা কার্যক্রম পরিচালনার জন্য চিকিৎসকদের একটা টিম কাজ করছে। একইসঙ্গে আজ ফেনী ও মঙ্গলবারের নোয়াখালী ও লক্ষ্মীপুরের জুলাই পদযাত্রা স্থগিত করা হয়েছে।’

এদিকে বিকেলে পদযাত্রা শেষে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ হওয়ার কথা ছিল। সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকে জেলার বিভিন্ন প্রাপ্ত থেকে এনসিপির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। রাতেই প্রস্তুত হয় মঞ্চ। বিকেল থেকে স্থানীয় নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে। ট্রাংক রোড।

সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুউদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ডা. তাসনীম জারা ও নাহিদা সারোয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী, কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের প্রমুখ উপস্থিত থাকার কথা ছিল।

আবদুল্লাহ আল মামুন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।