কৃষকের তিন বিঘা জমির পেঁপে গাছ নষ্ট করে দিলো দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ২১ জুলাই ২০২৫
দুর্বৃত্তরা বিষ দেওয়ায় মরে যাচ্ছে পেঁপে গাছ

ঝিনাইদহের শৈলকূপার ঝাউদিয়া গ্রামে হাফিজ উদ্দিন (৪০) নামের এক কৃষকের তিন বিঘা জমির পেঁপে গাছ বিষ দিয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২১ জুলাই) সকালে জমিতে গিয়ে তিনি দেখতে পান সবগুলো পেঁপে গাছ মারা যাচ্ছে। ভুক্তভোগী কৃষক হাফিজ উদ্দিন শৈলকূপা পৌর এলাকার মফিজ উদ্দিনের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছর তিন বিঘা জমিতে পেঁপে চাষ করেন হাফিজ উদ্দিন। গাছগুলোতে পেঁপে ধরা শুরু হয়েছিল। তবে রাতের আঁধারে কে বা কারা বিষ দিয়ে সব গাছ নষ্ট করে দিয়েছে। সবগুলো গাছ এখন মরে যাচ্ছে। এরই মধ্যে ৮০০ পেঁপে গাছ মরে গেছে। বাগানে মোট দেড় হাজার পেঁপে গাছ ছিল।

কৃষকের তিন বিঘা জমির পেঁপে গাছ নষ্ট করে দিলো দুর্বৃত্তরা

ভুক্তভোগী কৃষক হাফিজ উদ্দিন বলেন, ‌প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে পেঁপে বাগানটি গড়ে তুলেছিলাম। গাছগুলোতে পেঁপে ধরা শুরু হয়েছিল। আজ সকালে জমিতে এসে দেখি সবগুলো গাছ মরে যাচ্ছে।

এ বিষয়ে শৈলকূপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, গ্লাইফোসেট নামের তরল বিষে এ ধরনের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষককে সার্বিক পরামর্শ দেওয়া হয়েছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ফসলের সঙ্গে এমন শত্রুতা চরম অমানবিক। ভুক্তভোগীকে থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শাহজাহান নবীন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।