নওগাঁয় বাড়ি থেকে দম্পত্তির মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ২৩ জুলাই ২০২৫

নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে এক দম্পত্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলি ফকিরপাড়া গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, শীতলি ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে হাই বাবু (৪৭) ও তার স্ত্রী মোমেনা বেগম (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ছোট দুই মেয়ের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিলেন বাবু ও মোমেনা। সকালে তার দুই মেয়ে ঘুম থেকে উঠে দেখেন মায়ের নিথর মরদেহ বিছানায় পড়ে রয়েছে। বাবার গলায় রশি বাঁধানো মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। তাৎক্ষণিক প্রতিবেশীদের বিষয়টি জানালে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরও বলেন, পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।

আরমান হোসেন রুমন/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।