চাঁপাইনবাবগঞ্জ
আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগ নেতাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ
চাঁপাইনবাবগঞ্জে জামিন নিতে এসে তোপের মুখে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম রাব্বানী ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমীন। এসময় সময় তাদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয়।
বুধবার (২৩ জুলাই) দুপুরে আওয়ামী লীগ নেতা রুহুল আমীন ও গোলাম রাব্বানী ফটিক জেলা ও দায়রা জজ আদালতে জামিন নিতে আসলে এ ঘটনা ঘটে।
আইনজীবীরা জানান, ২০১৫ সালে শিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যা মামলায় বুধবার জেলা দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন তারা। আদালত আগামী ২৮ জুলাই জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেছেন।
দুই আওয়ামী লীগ নেতার আসার খবর পেয়ে আদালত প্রাঙ্গণে জড়ো হতে থাকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় আদালতের বারান্দায় বিভিন্ন স্লোগান দেওয়া হয়। আদালত থেকে বের হওয়ার সময় শিবিরের কর্মীরা রুহুল আমীন ও গোলাম রাব্বানীকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারে। পরে তাদের দুজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।
চাপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, নিরাপত্তার কারণে রুহুল আমীন ও গোলাম রব্বানীকে পুলিশ নিয়ে এসেছে। তাদের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
২০১৫ সালের ২৬ জানুয়ারি ছাত্রশিবির নেতা আসাদুল্লাহ তুহিনকে বাসা থেকে চোখ বেঁধে নিয়ে যায় র্যাব সদস্যরা। পরে সড়ক দুর্ঘটনার তার মৃত্যু হয়েছে বলে দাবি করে র্যাব। ঘটনার ৯ বছর পর ২০২৪ সালের ২৫ ডিসেম্বর হত্যা মামলা দায়ের করেন আসাদুল্লাহ তুহিনের মামা মো. কবিরুল ইসলাম। ওই মামলায় ২ ও ৩ নম্বর আসামি গোলাম রাব্বানী ফটিক ও রহুল আমীন।
সোহান মাহমুদ/আরএইচ/জিকেএস