বগুড়া

আজিজুল হক কলেজের সামনের রেল ক্রসিংয়ে গেটম্যান নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২৪ জুলাই ২০২৫

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সামনের রেল গেটে অবশেষে স্থায়ীভাবে দুজন গেটম্যান নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে। প্রত্যাহার করা হয়েছে সব কর্মসূচি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে বগুড়া রেল স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৬ জুলাই অরক্ষিত রেলগেটে প্রাণ হারান সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র মোস্তাকিম। এ মর্মান্তিক ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। একটি সুরক্ষিত রেলগেট এবং গেটম্যান নিয়োগের দাবিতে প্রথমে স্মারকলিপি প্রদান করা হয়। কিন্তু তাতে কোনো সুরাহা না হওয়ায় শিক্ষার্থীরা রাজপথে নামতে বাধ্য হন।

jagonews24

আন্দোলনের তৃতীয় পর্যায়ে এসে পরিস্থিতি আরও তীব্র হয়। বগুড়া রেল স্টেশনে আটকা পড়ে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ও একটি কমিউটার ট্রেন। অন্যদিকে কাহালু স্টেশনে পঞ্চগড়গামী দোলনচাঁপা এক্সপ্রেসও আটকে যায়। শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। সে সময় রেল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছে সাতদিনের সময় চেয়েছিল। কঠিন পরিস্থিতিতেও শিক্ষার্থীরা তাদের অবস্থানে অটল ছিলেন।

স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু জানান, ‘সরকারি কিছু নিয়মকানুনের কারণে গেটম্যান নিয়োগ প্রক্রিয়ায় কিছুটা সময় লেগেছে। আমরা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছি এবং বর্তমানে দুজন গেটম্যান নিয়োগ দেওয়া হয়েছে।’

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি তারা। তবে এ আনন্দ মিশে আছে মোস্তাকিমের হারানোর বেদনায়। মোস্তাকিমের জীবন প্রদীপ নিভে যাওয়ার পর যে গেটম্যান নিয়োগের বিষয়টি আলোর মুখ দেখল সেটি স্মরণ করিয়ে দেয় তার আত্মত্যাগের কথা। সবারই প্রত্যাশা, মোস্তাকিমের মতো এমন মর্মান্তিক ঘটনা যেন আর না ঘটে।

এলবি/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।