বরগুনায় ৫ লাখ টাকার সিগারেট ধ্বংস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৪:২২ পিএম, ২৪ জুলাই ২০২৫

রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাত করা সিগারেট জব্দ করেছে নৌবাহিনী। যার বাজার মূল্য ৫ লাখ টাকা। পরে এসব সিগারেট পুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়া আটক করা হয় বার্গো টোব্যাকো কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানের বরগুনা এরিয়া ম্যানেজার ও এক বিক্রয় প্রতিনিধিকে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।

বরগুনায় ৫ লাখ টাকার সিগারেট ধ্বংস

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর একটি টিম ভবনের প্রথম তলায় অভিযান চালিয়ে কিংস ব্র্যান্ডের ৯১ হাজার ৬০০ শলাকা ও ইনডো ব্ল্যাক ব্র্যান্ডের ৩ হাজার শলাকা জব্দ করে। এসব সিগারেটের বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। এসময় আরও জব্দ করা হয় ৪২০টি খালি প্যাকেট ও ৬৫টি গ্যাস লাইটার।

ঘটনাস্থল থেকে আটক করা হয় বরগুনা এরিয়া ব্রাঞ্চ ম্যানেজার কামাল হোসেন (৫০) ও বিক্রয় প্রতিনিধি আহমেদ হৃদয়কে (২৩)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী কামাল হোসেনকে এক লাখ টাকা জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আহমেদ হৃদয়কে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযান শেষে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিগারেট পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট আব্দুলাহ আল মামুন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ ধারায় পণ্য উৎপাদন ও সরবরাহ আইন অনুযায়ী আটকদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

নুরুল আহাদ অনিক/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।