ঝিনাইদহ সীমান্তে ৫ কোটি ৮৩ লাখ টাকার সোনার বার জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ২৬ জুলাই ২০২৫

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩১টি সোনার বার জব্দ করেছে বিজিবি। শনিবার (২৬ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে মহেশপুর সীমান্তের কুমিল্লাপাড়া বিওপি এলাকায় অভিযান চালিয়ে এসব বার জব্দ করা হয়।

বারের ওজন ৪ কেজি ২০৩ দশমিক ১১ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৮৩ লাখ ৩ হাজার ৬১৮ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে মহেশপুর ব্যাটেলিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঝিনাইদহ সীমান্তে ৫ কোটি ৮৩ লাখ টাকার সোনার বার জব্দ

বিজিবি জানায়, ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লাপাড়া বিওপির একটি টহল দল সীমান্তের মেইন পিলার ৬০/৭০-আর এর কাছাকাছি এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে বিজিবি চ্যালেঞ্জ করলে তিনটি পোটলা ফেলে ভারতের ভেতরে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই পোটলা থেকে ৩১টি সোনার বার উদ্ধার করেন।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, সীমান্তবর্তী এলাকায় নজরদারি ও চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার সোনার বারের বিষয়ে মহেশপুর থানায় জিডি করা হয়েছে। জব্দ তালিকা তৈরি করে তা ঝিনাইদহ জেলা কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান বলেন, এসব সোনার বারের বিষয়ে থানায় জিডি হয়েছে।

শাহজাহান নবীন/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।