সমুদ্রে বিলীন হচ্ছে কুয়াকাটা সৈকত, রক্ষার দাবি স্থানীয়দের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ২৬ জুলাই ২০২৫

উত্তাল সমুদ্রে বিলীন হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। সৈকত রক্ষায় মানববন্ধন করেছেন স্থানীয়রা।

শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায় ‘কুয়াকাটা বাঁচাও, পর্যটন বাঁচাও’ স্লোগান সামনে রেখে সৈকতে দাঁড়িয়ে মানববন্ধন করেন তারা।

সাধারণ মানুষের ব্যানারে মানববন্ধনে বক্তারা বলেন, কুয়াকাটা নিয়ে উদাসীন বিচ ম্যানেজমেন্ট কমিটি, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তারা বলেন, অব্যাহতভাবে সৈকতের সৌন্দর্য ও পরিবেশ ধ্বংস হওয়ার ফলে পর্যটকদের আগ্রহ কমে যাচ্ছে, যা কুয়াকাটার পর্যটন অর্থনীতির জন্য হুমকি।

সমুদ্রে বিলীন হচ্ছে কুয়াকাটা সৈকত, রক্ষার দাবি স্থানীয়দের

মানববন্ধনে কুয়াকাটা প্রেস ক্লাব, কুয়াকাটা পৌর বিএনপি, জামায়াতে ইসলামী, কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লীয়জ অ্যাসোসিয়েশন, কুয়াকাটা ভয়েস ক্লাব, কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতি, কুয়াকাটা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন (টোয়াক), কুয়াকাটা খাবার রেস্টুরেন্ট মালিক সমিতি, কুয়াকাটা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশন, কুয়াকাটা শিল্পী গোষ্ঠী, সুহৃদ সমাবেশ, কুয়াকাটা ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন, কুয়াকাটা নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই, সরকার উদাসীন। সরকারের বিভিন্ন মহলের নিজেদের গাফিলতির কারণে আজ আমরা ক্ষতির মুখে। পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসকসহ সবার দৃষ্টি আকর্ষণ করছি। যাতে দ্রুত এই সৈকত রক্ষার জন্য পদক্ষেপ নেওয়া হয়।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কলাপাড়া উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ তারিকুর রহমান তুহিন বলেন, আজ সৈকতে ভাঙনের ফলে বিভিন্ন স্থান থেকে ভাঙন দেখা দিয়েছে। তাই আমরা জিও টিউব দিয়ে প্রটেকশনের ব্যবস্থা করবো।

আসাদুজ্জামান মিরাজ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।