চুয়াডাঙ্গায় ১১ কেজি ভারতীয় রুপাসহ দুজন আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ২৬ জুলাই ২০২৫

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে প্রায় ১১ কেজি ওজনের ভারতীয় দানাদার রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে সীমান্তবর্তী দর্শনার আজিমপুর গ্রামের একটি ফুড গোডাউনে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- দর্শনার পুরাতন বাজার এলাকার ইকরামুল হকের ছেলে রাজিউল ইসলাম (৩৭) এবং আনোয়ারপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. সাগর আলী (২১)।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজিমপুর এলাকার ওই গোডাউনে অভিযান চালানো হয়। এসময় ভারতীয় দানাদার রুপা ভর্তি একটি কাগজের কার্টন উদ্ধার করা হয়। কার্টনটি থেকে মোট ১০ দশমিক ৮৩৮ কেজি ওজনের রুপা জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ২৬ লাখ ৫২ হাজার টাকা।

বিজিবি জানায়, আটকদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা হয়েছে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর এবং রুপা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

হুসাইন মালিক/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।