সৈকতে ময়মনসিংহ জিলা স্কুলের দুদিনের ক্রীড়া প্রতিযোগিতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ২৬ জুলাই ২০২৫

কক্সবাজার সৈকতে ময়মনসিংহ জিলা স্কুলের এক্স-স্টুডেন্টস স্পোর্টস ক্লাবের দুদিন ব্যাপী বিচ ফুটবল ও ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। জাতীয় দলের সাবেক স্ট্রাইকার ইমতিয়াজ আহমেদ নকিবের অধিনায়কত্বে ফুটবল টিম ও ভলিবলে চ্যাম্পিয়ন হয় নাগরিক টিভির সাখাওয়াত হোসেনের অধিনায়কের টিম।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে শুক্র ও শনিবার কলাতলীর ওশান প্যারাডাইস ও ডিভাইন ইকো রিসোর্ট পয়েন্ট জমজমাট ক্রীড়া প্রতিযোগিতা চলে।

সৈকতে ময়মনসিংহ জিলা স্কুলের দুদিনের ক্রীড়া প্রতিযোগিতা

ময়মনসিংহ জিলা স্কুল এক্স-স্টুডেন্টস স্পোর্টস ক্লাবের সভাপতি মারুফুল হক ফেরদৌস জানান, ‘২০১৬ সালে ময়মনসিংহ জিলা স্কুলের প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত এ ক্লাব। ইতোপূর্বে রেকর্ড ৪৫টি ব্যাচ নিয়ে স্কুল প্রাঙ্গণে টুর্নামেন্ট আয়োজন করে। এবার প্রথম সংগঠনটি ময়মনসিংহ এবং জিলা স্কুলের গণ্ডি পেরিয়ে ১৯৬৮ ব্যাচ থেকে শুরু করে ২০১৯ ব্যাচ পর্যন্ত প্রায় ২৭টি ব্যাচের ২ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে বিচ ফুটবল ও ভলিবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। টুর্নামেন্টে বিশেষ চমক ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ৯০ দশকের সাড়াজাগানো দেশ বরেণ্য ফুটবল তারকা আলফাজ আহমেদ, ইমতিয়াজ আহমেদ নকীব, জুলফিকার মাহমুদ মিন্টু ও আতাউর রহমান খান।

আয়োজক কমিটির অন্যতম সমন্বয়ক ও ময়মনসিংহ জিলা স্কুল এক্স-স্টুডেন্টস স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী রাসেল জানান, সৈকতে টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য ছিল প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন জোরদার আর স্কুল জীবনের স্মৃতি ভাগাভাগি করা। স্মৃতিচারণের পাশাপাশি আবেগ ভালোবাসা বিনিময় ও পারিবারিক ভাবেও সম্পর্ক স্থাপন পরবর্তী প্রজন্মের কাছে একটি শিক্ষণীয় ও আদর্শ উদাহরণ হিসেবে স্থাপন করার প্রচেষ্টা ছিল এটি।

সৈকতে ময়মনসিংহ জিলা স্কুলের দুদিনের ক্রীড়া প্রতিযোগিতা

সংগঠনের মিডিয়া সেক্রেটারি সাখাওয়াত হোসেন জানান, দুদিনের আয়োজনে ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম, ক্লাবটির উপদেষ্টা ও ১৯৭১ ব্যাচের প্রাক্তন ছাত্র শেখ আমজাদ আলি, পুলিশের সাবেক এডিশনাল ডিআইজি এবং ১৯৭৮ ব্যাচের ছাত্র মাহফুজুল হক সিদ্দিক, দেশবরেণ্য স্থপতি এবং ১৯৭৯ ব্যাচের ছাত্র মাসুদুর রহমান খান, ক্লাবটির কার্যকরী কমিটির সভাপতি দেশবরেণ্য ফুটবল কোচ এবং ১৯৮৪ ব্যাচের ছাত্র মারুফুল হক ফেরদৌস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ১৯৯১ ব্যাচের ছাত্র এমদাদ উল্লাহ রাজু এবং শরিফুজ্জামান শরিফ, সাধারণ সম্পাদক ও ১৯৯৫ ব্যাচের ছাত্র আরিফ চৌধুরী রাসেল, এডমিন সেক্রেটারি ও ১৯৯৫ ব্যাচের ছাত্র শরিফুজ্জামান সোহেল, অর্গানাইজিং সেক্রেটারি এবং ২০০০ ব্যাচের ছাত্র মো. হাবিব উল্লাহ বাবু, স্পোর্টস সেক্রেটারি আরিফুর রহমান রবিন, জয়েন্ট পাবলিকেশন সেক্রেটারি সোহাগ আহমদসহ স্ব স্ব ক্ষেত্রে খ্যাতনামা অনেকেই অংশ নেন।

সায়ীদ আলমগীর/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।