টাঙ্গাইলে একদিনে কুকুরের কামড়ে আহত ২৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ৩০ জুলাই ২০২৫

টাঙ্গাইলের ধনবাড়ীতে কুকুরের কামড়ে প্রায় ২৫ জন আহত হয়েছেন। বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার বিলাশপুর, হারিনাতেলী, নল্যা মাধববাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অন্তত ১০ রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার বিলাশপুর, হারিণাতেলী, নল্যা মাধববাড়ী এলাকায় একটি পাগলা কুকুর হঠাৎ মানুষজনকে কামড়াতে থাকে। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

স্থানীয় অপু সরকার বলেন, ‌‘আমার এক ছোট ভাইকে পাগলা কুকুর কামড় দেয়। তাকে নিয়ে হাসপাতালে এসেছি। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।’

ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার বলেন, সকাল থেকে প্রায় ২৫ জন কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। এদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আব্দুল্লাহ আল নোমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।