নাটোরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ৩১ জুলাই ২০২৫

নাটোরের হরিশপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে বনপাড়া মহাসড়কের হরিশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মুজিবর রহমান (৬০)। তিনি নাটোর সদর উপজেলার আটঘরিয়া গ্রামের বাসিন্দা।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মজিবুর রহমান একটি অটোরিকশায় করে নাটোর শহরে আসছিলেন। পথে হরিসপুর চেয়ারম্যান রোডের সামনে একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান মজিবুর। আর আহত অটোরিকশা চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ঝলমলিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাক শনাক্ত করে এর চালককে আটকের চেষ্টা হচ্ছে।

রেজাউল করিম রেজা/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।