রাঙ্গামাটিতে ভূমিকম্প

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ৩১ জুলাই ২০২৫
ফাইল ছবি

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে ৪.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৮টা ২৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানা গেছে।

ভূমিকম্প জরিপ বিষয়ক ওয়েবসাইট ‌‘ভোলকানো ডিসকভার’-এর তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল প্রতিবেশী দেশ মিয়ানমারের চিন প্রদেশ।

এদিকে ভূমিকম্পের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মহিউদ্দিন নামের একজন তার ফেসবুক পোস্টে লিখেছেন ‘বান্দরবানে ভূমিকম্প’।

প্রান্তিকা চাকমা নামের আরেকজন লিখেছেন, ‘ভূজোল গেলদে’। যার অর্থ ভূমিকম্প হলো। আইনজীবী সাইফুল অভি লিখেছেন, ‘ভূমিকম্প হয়ে গেলো।’

আরমান খান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।