টাঙ্গাইল

চাঁদা চেয়ে ‘কিলার গ্যাংয়ের’ চিঠি, বিএনপির তিন নেতাসহ গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:০৮ পিএম, ০২ আগস্ট ২০২৫

টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে কিলার গ্যাংয়ের প্যাডে একটি চিঠি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির চাঞ্চল্যকর ঘটনায় বিএনপির তিন নেতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) রাত ও শনিবার (২ আগস্ট) ভোরে টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষ থেকে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার দুপুরে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন, আব্দুল্লাহ আল মামুন, সাব্বির হোসেন, শাহ আলম, জুবায়ের, গোলাম রাব্বানী। এর মধ্যে রাব্বানী সদর উপজেলা বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি, শাহ আলম সাধারণ সম্পাদক শাহ আলম ও জুবায়ের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

চাঁদা চেয়ে ‘কিলার গ্যাংয়ের’ চিঠি, বিএনপির তিন নেতাসহ গ্রেফতার ৫

ওসি তানভীর আহমেদ বলেন, ডিবি পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে গ্রেফতারের বিষয়ে বিএনপির নেতাদের দাবি, তাদের ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পৌর এলাকায় সন্তোষের মাছ ব্যবসায়ী মো. আজাহারুল ইসলামকে বৃহস্পতিবার রাতে তার কর্মচারীর হাতে অচেনা একজন একটি চিঠি দেয়। সেই চিঠি শুক্রবার সকালে সেই কর্মচারী ব্যবসায়ী মো. আজাহারুল ইসলামকে দেন।

আরও পড়ুন:

চিঠিতে বলা হয়, চিঠিতে ৫ লাখ টাকা দাবি করা হয়। চিঠি পাওয়ার পর বিষয়টি নিয়ে কাউকে বললে বা আইনি ব্যবস্থা নেওয়া হলে তাকে হত্যা করা হবে। এছাড়াও টাকা কোথায় রেখে আসতে হবে সেই ঠিকানাও দেওয়া হয় চিঠিতে।

আব্দুল্লাহ আল নোমান/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।