চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অ্যাসিডে পোড়ানো মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৭:০১ পিএম, ০২ আগস্ট ২০২৫
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মাসুদপুর সীমান্তের পদ্মা নদী থেকে অ্যাসিডে পোড়ানো সফিকুল ইসলাম সফিক নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে পাঁকা ইউনিয়নের বাতাসি মোড় এলাকার পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সফিকুল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর হঠাৎপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সেরাজুল ইসলামের ছেলে।

নিহতের ভগ্নিপতি মনাকষা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সমির উদ্দিন বলেন, বৃহস্পতিবার (৩১ জুলাই) গরু আনতে ভারতে যান সফিকুল ইসলাম। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। শনিবার পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। নিহত ব্যক্তির পুরো শরীর অ্যাসিড দিয়ে পোড়ানো ছিল।

তবে স্থানীয়দের দাবি, বিএসএফ সদস্যরা হত্যাকাণ্ডে কৌশল পরিবর্তন করেছেন। অপরাধ ঢাকতে নির্যাতন করে মৃত্যু নিশ্চিতের পর মরদেহ নদীতে ভাসিয়ে দিচ্ছেন।

এর আগে গত সোমবার চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্ত দিয়ে গরু নিয়ে ফেরার পথে বিএসএফের হাতে ধরা পড়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন সৈয়বুর আলী। তিনি পাঁকা ইউনিয়নের দশরশিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের ছেলে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন সঙ্গী রুহুল আলী।

৫৩ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, মরদেহ উদ্ধারে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

সোহান মাহমুদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।