লালমনিরহাট

নারীর সঙ্গে ছবি ভাইরাল, কালচারাল কর্মকর্তা লাপাত্তা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ০৩ আগস্ট ২০২৫

লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা হাসানুর রশিদ মাকসুদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে তাকে এক নারীর সঙ্গে কক্ষে সময় কাটাতে দেখা গেছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানান ব্যাপক আলোচনা-সমালোচনা।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যার পর থেকে ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে হাসানুর রশিদ মাকসুদ অফিসে ছুটির আবেদন দিয়ে গা ঢাকা দিয়েছেন।

সরেজমিনে শিল্পকলা একাডেমিতে গিয়ে দেখা যায়, কর্মকর্তার অফিসে তার স্ত্রী অবস্থান করছেন। তিনি জানান, দুই-তিন দিন ধরে মাকসুদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। পারিবারিক কিছু সমস্যা হয়েছিল। এরপর থেকে তিনি ফোন বন্ধ করে রেখেছেন।

জানা গেছে, হাসানুর রশিদ মাকসুদ জেলা প্রশাসক ও একাডেমির সভাপতির বরাবর চিকিৎসাজনিত কারণে ১১ দিনের নৈমিত্তিক ছুটির আবেদন করেছেন। তবে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানিয়েছেন, ছুটির আবেদন পেয়েছি কিন্তু সেটি অনুমোদন করা হয়নি।

নারীর সঙ্গে ছবি ভাইরাল, কালচারাল কর্মকর্তা লাপাত্তা

এদিকে একাডেমির সহকারী কাম কম্পিউটার অপারেটর রনি পারভেজ বলেন, শুক্র ও শনিবার একাডেমি বন্ধ ছিল। আজ আমি ছুটির দরখাস্তটি জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিয়েছি। কর্মকর্তার অনুপস্থিতির কারণ সম্পর্কে আমার জানা নেই।

এ বিষয়ে হাসানুর রশিদ মাকসুদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সরকারি মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ আনুষ্ঠানিকভাবে জমা পড়েনি। যদি কেউ অভিযোগ করে তাহলে থানায় দেওয়া ভালো হবে।

মহসীন ইসলাম শাওন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।