হাসপাতালে বাবার ওপর হামলা, রশিতে বেঁধে নিয়ে গেলো ছেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫
ছবি-ভিডিও থেকে নেওয়া

নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অবস্থায় হামলা চালিয়ে বাবাকে পিটিয়ে জখম করেছেন ছেলে ও তার সহযোগীরা। শুধু তাই নয়, অসুস্থ বাবা সজরুল মৃধাকে (৪৫) হাসপাতালে সবার সামনে রশি দিয়ে বেঁধে তুলে নিয়ে যায় ছেলে (১৭)।

সোমবার (৪ আগস্ট) এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সজরুল মৃধা পৌর সদরের খলিফাপাড়া মহল্লার বাসিন্দা।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে শারীরিক নির্যাতনের শিকার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন সজরুল মৃধা। ভর্তির দুই ঘণ্টা পর হাসপাতালেই তার ওপর হামলা চালান ছেলে ও তার সহযোগীরা। পরে তাকে রশি দিয়ে বেঁধে তুলে নিয়ে যাওয়া হয়।

ভিডিওতে কিশোর ছেলেকে বলতে শোনা যায়, ঘটনার আগের দিন তার বাবা তাকে গলায় শিকল দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম আলমাস বলেন, এ বষিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

রেজাউল করিম রেজা/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।