শেখ পরিবারের সবাই চোর-ডাকাত: শামীম সাঈদী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫
শামীম সাঈদী

পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী বলেছেন, শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এটা সত্য। তবে, শেখ পরিবারের সবাই চোর-ডাকাত।

তিনি বলেন, শেখ মুজিবের ছেলে স্বাধীনতার যুদ্ধ-পরবর্তী বাংলাদেশে প্রথম ব্যাংক ডাকাতি করেছেন। তার মেয়ে ১৪টি ব্যাংক ডাকাতি করেছেন। সারাদেশের রাস্তাঘাটের কাজ না করে বিল তুলে নিয়ে দেশ থেকে পালিয়েছেন। শুধু পিরোজপুরের রাস্তাঘাটের কাজ না করেই কোটি টাকা চুরি করে নিয়েছেন তারা।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্বরূপকাঠি পৌরসভা চত্বরে অনুষ্ঠিত গণজমায়েত ও বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াতে ইসলামীর নেছারাবাদ উপজেলা শাখা এ শোভাযাত্রার আয়োজন করে।

দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী বলেন, ‘আমরা দুর্নীতির বিপক্ষে। আমরা মেধার পক্ষে থাকবো, কোনো কোটার পক্ষে থাকবো না। আমরা আগামী দিনে সব কোটা বৈষম্যের বিরুদ্ধে থাকব।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই বাংলাদেশি। হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই বাংলাদেশকে সোনার বাংলা করে গড়বো।’

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে শামীম সাঈদী বলেন, ‘আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত পিরোজপুরের এমপি ছিলেন। তখন এখানকার হিন্দু ভাইয়েরা বলতো, ডিমের ভেতরে কুসুম যেমন নিরাপদ থাকে; ঠিক তেমনি এখানকার হিন্দুরা নিরাপদ। আগামী দিনে যদি আপনারা জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার পক্ষে রায় দেন, তাহলে ঠিক তেমনিভাবে সবাই নিরাপদে থাকবেন। তাই আগামী দিনের ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক।’

মো. তরিকুল ইসলাম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।