পৃথিবীতে স্বৈরাচারের কমিটি হলে শেখ হাসিনা হতেন সভাপতি: দুলু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ০৬ আগস্ট ২০২৫

পৃথিবীতে যদি স্বৈরাচারের কোনো কমিটি হয় তাহলে সেই কমিটির সভাপতি শেখ হাসিনা হতেন বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

বুধবার (৬ আগস্ট) বিকেলে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক বিজয় র‍্যালিতে তিনি এ মন্তব্য করেন।

আসাদুল হাবিব দুলু বলেন, পৃথিবীতে যদি স্বৈরাচারের কমিটি গঠন করা হয়, তাহলে শেখ হাসিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার সভাপতি হতেন। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখন দেশের মানুষের ওপর দুঃশাসন নেমে আসে। অতীতেও আমরা দেখেছি, হিটলার, চেঙ্গিস খান, নমরুদের মতো দানবদের পতন হয়েছে। আজ বাংলাদেশে নির্মমতার ইতিহাস সৃষ্টি করেছে আওয়ামী লীগ সরকার।

পৃথিবীতে স্বৈরাচারের কমিটি হলে শেখ হাসিনা হতেন সভাপতি: দুলু

তিনি আরও বলেন, শহীদ আবু সাঈদ বুলেটের সামনে দাঁড়িয়েছিলেন গণতন্ত্রের জন্য। আজকের তরুণ প্রজন্ম, শিশু-কিশোর, এমনকি সোনামণিরাও এই আন্দোলনে আত্মত্যাগ করেছে। শেখ হাসিনা সরকারের দমন-পীড়নে অনেকের জীবন ঝরে গেছে, অনেক পরিবার নিঃস্ব। এই অন্যায়ের বিচার আল্লাহ করেছেন।

খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপির দীর্ঘ আন্দোলনের কথা তুলে ধরে দুলু বলেন, গত ১৭ বছর ধরে আমরা রাজপথে ছিলাম। আমাদের কেউ চোখ হারিয়েছে, কেউ সন্তান হারিয়েছে, কেউ পঙ্গুত্ব বরণ করেছে। তবুও গণতন্ত্রের আন্দোলন থেকে একচুলও সরিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, লালমনিরহাট জেলা মহিলা দল, ছাত্রদল, যুবদল, ওলামা দলের নেতাকর্মীরা।

মহসীন ইসলাম শাওন/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।