পাওনা টাকা না পেয়ে ব্যবসায়ীকে মারধর, ৩ গরু-লাখ টাকা ছিনতাই

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ০৬ আগস্ট ২০২৫

যশোরের বেনাপোলে গরু বিক্রির পাওনা টাকার মূল মালিক গরু ব্যবসায়ীকে না পেয়ে তার ব্যবসায়িক পার্টনার ও তার ছেলেকে মারধরের ঘটনা ঘটেছে। ছিনিয়ে নেওয়া হয়েছে তিনটি গরু ও এক লাখ টাকা। এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী মনিরুল মল্লিক।

বুধবার (৬ আগস্ট) বিকেলে বেনাপোল পোর্ট থানায় অভিযোগ করেন তিনি। এর আগে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর মোড়ে এ ঘটনা ঘটে।

আসামিরা হলেন কাগমারি গ্রামের জাহান আলী গাজির ছেলে জুয়েল গাজি (৪০), তার ছেলে জিসান গাজি (১৭), জাকির গাজি (৩৫), তার ছেলে জিহাদ গাজী (১৮), রাসেল গাজি (৩০) ও একই গ্রামের বাছের আলীর ছেলে মহাসিন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে জাকির গাজি নামের একজনের শাশুড়ি গয়ড়া গ্রামের বিধবা জাহানারা বেগমের কাছ থেকে এক লাখ ৫ হাজার টাকায় একটি গরু কেনেন মনিরুল মল্লিকের ব্যবসায়িক পার্টনার আব্দুল আজিজ। এক সপ্তাহ পর টাকা পরিশাধ করার প্রতিশ্রুতি দেন। এরপর প্রায় এক মাসেরও বেশি সময় পার হলেও আব্দুল আজিজ ওই গরুর দাম পরিশোধ করেননি। এর পরিপ্রেক্ষিতে জাহানারা বেগমের জামাই জাকির গাজি ও তার সহযোগীরা মনিরুল মল্লিককে বেধড়ক মারধর করেন। তারা একটি গাড়িতে থাকা তিনটি গরুসহ তার কাছ থেকে নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেন। খবর পেয়ে মনিরুল মল্লিকের ছেলে ঘটনাস্থলে এলে তাকেও রক্তাক্ত করা হয়। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ওই গ্রামে জুয়েল গাজিদের কাউকে না পেয়ে জুয়েলের বাবা জাহান আলীর সঙ্গে কথা হয়। জাহান আলী বলেন, ‌প্রায় এক মাস আগে তার ছেলের শাশুড়ি জাহানারার কাছ থেকে এক লাখ ৫ হাজার টাকায় বাকিতে একটি গরু কেনেন মনিরুল ও তার পার্টনার আজিজ। সেই থেকে এ পর্যন্ত তারা টাকা না দেওয়ায় এ ঘটনা ঘটে। এজন্য দায়ী মনিরুল ও আজিজ।’

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, এ ঘটনায় গরু ব্যবসায়ী মনিরুল মল্লিক বাদী হয়ে ছয়জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জামাল হোসেন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।