টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:১৩ এএম, ০৭ আগস্ট ২০২৫

টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার বিলাসপুর‌ বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- জামালপুরের মেলান্দহ উপজেলার ৫ নম্বর চর এলাকার জিন্নাত আলীর ছেলে আল-আমীন (৩০), চরপালিশা এলাকার মো. আমিনুলের ছেলে স্বপন মিয়া (৩৫) ও জামালপুর সদর উপজেলার হাসিল মনিকাবাড়ি এলাকার মৃত নুর ইসলামের ছেলে মো. জুয়েল (৩২)।

পুলিশ জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা মোটরসাইকেল টাঙ্গাইলের ঘাটাইলের সেনানিবাসে যাচ্ছিলো৷ এসময় মোটরসাইকেলটি উপজেলার টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক সড়কের বিলাসপুর এলাকার বটলায় পৌঁছালে জামালপুরগামী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও মোটরসাইকেল চালক, মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। গুরুতর আহত মোটরসাইকেলের আরেক আরোহীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ধনবাড়ী থানার এসআই আই আকরাম হোসেন জাগো নিউজকে বলেন, নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। পিকআপ এবং মোটরসাইকেল থানায় আনা হয়েছে। 

আব্দুল্লাহ আল নোমান/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।