হঠাৎ ঝড়ে জিয়ানগরে শতাধিক ঘর বিধ্বস্ত


প্রকাশিত: ১১:৩৭ এএম, ১১ জুন ২০১৬

শনিবার সকাল ১০টা। হঠাৎ করে সৃষ্টি হওয়া ঝড়ে পিরোজপুরের জিয়ানগর উপজেলার পত্তাশী ইউনিয়নের কালাইয়া, ভবানীপুর, চারাখালী, পত্তাশী ও চরণী পত্তাশী গ্রামে প্রায় শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে।

এছাড়া ঝড়ে ভেঙে গেছে ওই এলাকার কয়েক হাজার গাছ এবং উপরে পড়েছে বিদ্যুতের খুঁটি।

পত্তাশী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুল গনি খান বলেন, তার ওয়ার্ডে ২০টিরও বেশি ঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া ভেঙে গেছে কয়েকশ গাছ।

৮ নং ওয়ার্ডের সদস্য মো. রুহুল আমীন বলেন, ঝড়ে তার ওয়ার্ডে অনেক ঘর বিধ্বস্ত হয়েছে। কৃষকদের কলা বাগানেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের পর থেকেই ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

হাসান মামুন/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।