পিরোজপুরে সাংবাদিকদের নিয়ে আউটসোর্সিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
পিরোজপুরে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় গণমাধ্যমকর্মীদের এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ। প্রশিক্ষণে পিরোজপুরে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক এবং ইলেট্রনিক মিডিয়ার ৩০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক এসএম সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পিরোজপুরে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও উপস্থিত ছিলেন। বেসিক আউটসোর্সিং এ ট্রেনিংয়ে প্রশিক্ষণ দেন মো. আতাই রাব্বী, শাহারিয়া হোসেন বকুল ও মো. আরিফ খান।
ক্রমবর্ধমান বেকার সমস্যা দূরীকরণের জন্য আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে সনির্ভর হওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। এ প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।
হাসান মামুন/এসএস/এবিএস