জঙ্গি সন্দেহে ছাত্রলীগ নেতা কারাগারে


প্রকাশিত: ০৭:০৮ এএম, ১৩ জুন ২০১৬

জঙ্গি সন্দেহে নড়াইল সদর থানা ছাত্রলীগের সভাপতি গাজী আল মামুনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। রোববার বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।

এরআগে সদরের লস্করপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে ডিবি পুলিশের একটি দল।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৮ আগস্ট মামুনের নামে জঙ্গি তৎপরতার মামলা করে নড়াইল সদর থানা পুলিশ। এরপর ২০০৬ সালের ১ জানুয়ারি আদালতে আত্মসমর্পন করলে আদালত তাকে কারাগারে পাঠান। প্রায় সাড়ে ৩ বছর পর জেল থেকে বের হন মামুন।

নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, মামুনের নামে ইতোপূর্বে জঙ্গি তৎপরতার অভিযোগ রয়েছে। সেগুলোই খতিয়ে দেখা হচ্ছে।

তবে সদর উপজেলা ও জেলা ছাত্রলীগের পক্ষ থেকে এ ঘটনাকে ষড়যন্ত্র উল্লেখ করা হয়েছে।

হাফিজুল নিলু/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।