বরগুনায় বিদ্যুৎ অফিসে তালা


প্রকাশিত: ১০:৪৮ এএম, ১৩ জুন ২০১৬

নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বরগুনার বিদ্যুৎ অফিসে তালা দিয়ে কর্মকর্তা ও কর্মচারীদের অবরুদ্ধ করে রেখেছিল জেলা নাগরিক অধিকার সংবক্ষণ কমিটির সদস্যরা। সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

বরগুনায় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে একটি গ্রিড উপকেন্দ্র নির্মাণের জন্য বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি এক বছর ধরে আন্দোলন করে আসছে। রোববার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ১৩ ঘণ্টা এবং সোমবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত বরগুনাবাসীকে ৭ ঘণ্টা বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হয়।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল, কমিটির অন্যতম সদস্য বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু ও বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মুশফিক আরিফের নেতৃত্বে ১৫ জন সদস্য সোমবার দুপুর সাড়ে ১২টায় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের নির্বাহী প্রকৌশলীর কক্ষে নিয়ে তালাবদ্ধ করে রাখেন। এ সময় আন্দোলনকারী তাদের দাবি পূরণে নির্বাহী প্রকৌশলীকে চাপ প্রয়োগ করেন।

অবরুদ্ধ অবস্থায় বরগুনা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. রোকনুজ্জামান দুপুর পৌনে ২টার দিকে তাকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করার জন্য পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেন। পরে দুপুর ২টার দিকে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন পিপিএম এর নেতৃত্বে একদল পুলিশ এসে তাদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করেন।

সাইফুল ইসলাম মিরাজ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।