ম্যালেরিয়ায় প্রাণ গেল ২ শিশুর : আক্রান্ত শতাধিক


প্রকাশিত: ০১:১৬ পিএম, ১৩ জুন ২০১৬
ফাইল ছবি

বান্দরবানের থানচি উপজেলার দূর্গম এলাকায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। ম্যালেরিয়া ও নিউমোনিয়ায় আরও শতাধিক ব্যক্তি আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

নিহত শিশুরা হলো- রেমাক্রী ইউনিয়নের গ্রুপিং পাড়ায় মপুশে মারমা (৭) এবং ছোটমদক পাড়ায় অংথুই মারমা (৬)।

জনপ্রতিনিধিরা জানান, থানচি উপজেলার রেমাক্রী, তিন্দু ইউনিয়ন ও থানচি সদরের অংহ্লা খুমি পাড়া, পেনেদং পাড়া, গ্রুপিং পাড়া, অংসু খুমি পাড়া, রেমাক্রী বাজার পাড়া, মালিরাম পাড়া, তিন্দু বাজারপাড়াসহ বিভিন্ন পাহাড়ি গ্রামে ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আক্রান্ত হয়েছে অর্ধশতাধিক মানুষ।

জেলা সিভিল সার্জন ডা. উদয় শংকর চাকমা জানান, বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় এ সময়ে ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। একজন শিশুর মৃত্যুর খবর পেয়েছি। রোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে।

সৈকত দাশ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।