প্রশাসনের সহযোগিতা পেলেন বীরাঙ্গনা ফুলমতি


প্রকাশিত: ০১:৪৯ পিএম, ১৩ জুন ২০১৬

পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্যাতিত গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতি (৭৩) রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা পেলেন।

গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ সোমবার বিকেলে সাদুল্যাপুর উপজেলা পরিষদ চত্বরে ফুলমতির হাতে ঘরের চাবিসহ গাভী ও নগদ অর্থ তুলে দেন।

এ উপলক্ষে ওই অনুষ্ঠানে সাদুল্যাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান ছামছুল হাসান, নারী ভাইস চেয়ারম্যান আকতার বানু লাকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান দোলন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেছের আলী উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি কমান্ডার আবদুর রশিদ, সাদুল্যাপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহারিয়া খান বিপ্লবসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিশিষ্টজনেরা ।

রাজকুমারী রবিদাস ফুলমতি সাদুল্যাপুর উপজেলা সদরের উত্তরপাড়া গ্রামের মৃত কুশিরাম রবিদাসের স্ত্রী। তিনি সাদুল্যাপুর উপজেলা শহরের ভূমি অফিসের সামনে রাস্তার ধারে খাস জমিতে একটি ঝুপড়ি ঘরে বসবাস করছেন। পাঁচ ছেলে-ছেলের বউ ও নাতি-নাতনি নিয়ে তার কষ্টের সংসার। তার বড় ছেলে অসুস্থ হয়ে ৭ বছর আগে মারা যান। ১৯৮৮ সালে স্বামী কুশিরাম রবিদাসও মারা যান।   

রাজকুমারী রবিদাস ফুলমতির জীবন যাপন ও বীরাঙ্গনা স্বীকৃতির জন্য বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হলে এ বছরের ১৪ মার্চ মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৩৩তম সভায় তাকেসহ ২৬ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেন সরকার।

জীবনের শেষ সময়ে এসে রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধার স্বীকৃতি ও বসতঘর, গাভী ও নগদ টাকা পেয়ে রাজকুমারী রবিদাস ফুলমতি বেশ আনন্দিত। মায়ের থাকার ঘর হওয়ায় ছেলে-মেয়েসহ তার পরিবারের লোকজনও খুব খুশি। তিনি প্রতি মাসে মুক্তিযোদ্ধার ভাতাও পাচ্ছেন।

জেলা প্রশাসক মো.আব্দুস সামাদ আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, জাতির জন্য তার এই আত্মত্যাগ ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা থাকবে। তার জন্য কিছু করতে পেরে খুব ভাল লাগছে।

উল্লেখ্য, ৭১’এ মুক্তিযুদ্ধ চলাকালে এক রাতে স্থানীয় এক অবাঙালি ব্যক্তির সঙ্গে পাকবাহিনী ও তাদের সহযোগীরা রাজকুমারী রবিদাস ফুলমতির বাড়িতে ঢোকে। পরে তাকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে বাইরে এনে সম্ভমহানি ঘটায় পাক দস্যুরা।

অমিত দাশ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।