পিরোজপুরে প্রতিবন্ধীকে ধর্ষণ : ধর্ষক গ্রেফতার
পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের খানাকুনিয়ারি গ্রামে এক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ মঙ্গলবার দুপুরে ধর্ষক জসিমকে গ্রেফতার করেছে।
পিরোজপুর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা ধর্ষণের বিষয়টি নিশ্চিত বলেন, সোমবার দুপুরে খানাকুনিয়ারি গ্রামের মৃত আব্দুল মালেক শেখের ছেলে জসিম ওই প্রতিবন্ধীকে একাকী পেয়ে ধর্ষণ করে। মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্নের পর সোমবার সন্ধ্যায় ভিকটিমের মা বাদী হয়ে জসিমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। পরে আজ দুপুরে পুলিশ তাকে গ্রেফতার করে।
হাসান মামুন/এসএস/এমএস