নাটোরে জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ আটক ৬৩
পুলিশের বিশেষ অভিযানে নাটোরে জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ ৬৩ জনকে আটক করা হয়েছে। সোমবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নিয়মিত মামলা ও ওয়ারেন্ট রয়েছে।
নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে বড়াইগ্রাম থানা জামায়াতের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল হোসেন, নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের ছাত্রশিবিরের সভাপতি নাজিম উদ্দিন ও শিবিরকর্মী মাসুদ রানাসহ ৬৩ জনকে আটক করা হয়।
আটকদের মধ্যে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রয়েছে। এছাড়া সরকারি নিষেধাজ্ঞা অমান্য এবং প্রয়োজনীয় কাগজপত্র না নিয়ে সড়কে মোটরসাইকেল আরোহীদের তল্লাশি করা হয়। এসময় জেলার বিভিন্ন স্থান থেকে ৫৩টি মোটরসাইকেলও জব্দ করা হয়।
রেজাউল করিম রেজা/এআরএ/আরআইপি