কৃষি কর্মকর্তাকে লাঞ্ছনার দায়ে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
নীলফামারীর জলঢাকা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনার মামলায় উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ও কাঁঠালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে তুহিনের বিরুদ্ধে দায়েরকৃত এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আজ বুধবার জলঢাকা উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কাঁঠালী ইউনিয়নের কাঁঠালী গ্রামে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তুহিনকে গ্রেফতার করা হয় বলে জানান জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মফিজ উদ্দিন শেখ। আজ বুধবার তাকে আদালতে হাজির করা হবে।
ওসি জানান, রোববার দুপুরে উপজেলা কৃষি সম্প্রাসরণ কর্মকর্তার দফতরে ১৫/২০ লোক নিয়ে প্রবেশ করে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্র্তা মো. সাদেকুজ্জামানকে লাঞ্ছিত করেন উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ও কাঁঠালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন। পরে সোমবার বিকেলে জলঢাকা থানায় সোহরাব হোসেন তুহিনের বিরুদ্ধে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদেকুজ্জামান মামলা দায়ের করেন।
এদিকে, আওয়ামী লীগের এই নেতাকে গ্রেফতারের প্রতিবাদে রাতেই কাঁঠালী ইউনিয়নের কয়েক শত মানুষসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করে। পরে বুধবার সকাল সন্ধ্যা অবোরধের ডাক দেয় উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিনের বড় ভাই শহীদ হোসেন রুবেল অভিযোগ করে বলেন, তিন বার কাঁঠালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক সোহরাব হোসেন তুহিনের বিরুদ্ধে সোমবার বিকালে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
জাহেদুল ইসলাম/এফএ/এমএস