গাছের সঙ্গে ধাক্কা লেগে যুবক নিহত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া রেলস্টেশন রোডে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে জনি (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় শাকিল (২৭) নামে অপর এক যুবক আহত হন।
বুধবার দিবাগত রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জনির মৃত্যু হয়। নিহত জনি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের রহিমের ছেলে।
জানা যায়, বুধবার সন্ধ্যায় জনি ও শাকিল মোটরসাইকেলযোগে দেহাটি থেকে ছোট শলুয়া যাওয়ার পথে আন্দুলবাড়িয়া রেলস্টেশন রোডে পৌঁছায়। এসময় চালক জনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় জনি মারা যান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সার্জারি কনসালট্যান্ট তারিক হাসান শাহিন জানান, জনির মাথায় ও বুকে আঘাত লেগে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
সালাউদ্দিন কাজল/এফএ/আরআইপি