বান্দরবানে সড়ক ও নৌ অবরোধ স্থগিত
অপহৃত আওয়ামী লীগ নেতা মংপ্রুর মুক্তি দাবিতে ডাকা সড়ক ও নৌ অবরোধ স্থগিত করেছে বান্দরবান জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকেলে জরুরি এক বৈঠকে এই সিদ্ধান্ত নেন দলের সিনিয়র নেতারা।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি একে এম জাহাঙ্গির জানান, অপহৃত মংপ্রু মারমাকে উদ্ধার অভিযান চালাতে গিয়ে সমস্যার সৃষ্টি হওয়া ও পবিত্র রমজান মাসে মুসল্লিদের অসুবিধার কথা চিন্তা করে বৈঠক এই সিদ্ধান্ত নেয়া হয়। শুক্রবার থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত অবরোধ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এরই মধ্যে মংপ্রুর মুক্তি দাবিতে দুই দিনের সড়ক ও নৌ অবরোধ কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ।
প্রসঙ্গত, সোমবার রাতে ১০ জনের একটি অস্ত্রধারী দল জামছড়ির মুখ পাড়ার নিজ বাসা থেকে অস্ত্রের মুখে মংপ্রুকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএএস) সদস্যরা তুলে নিয়ে গেছে। অপহরণের সঙ্গে জেএএস সদস্যরা জড়িত বলে দাবি করছেন আওয়ামী লীগ নেতারা। অপহৃত মংপ্রু মারমা বান্দরবান সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য।
সৈকত দাশ/এআরএ/পিআর