সুনীল হত্যাকাণ্ডের সঙ্গে আইএসের কোনো সম্পর্ক নেই : পলক


প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১৭ জুন ২০১৬

নাটোরের বনপাড়ার খ্রিষ্টান দোকানি সুনীল গোমেজের হত্যাকাণ্ডের সঙ্গে ইসলামিক স্টেটের (আইএস) কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুক্রবার বিকেলে নাটোরের বনপাড়ার খ্রিষ্টান পল্লীতে নিহত দোকানি সুনীল গোমেজ হত্যাকাণ্ডের স্থান পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সুনীল গোমেজ হত্যাকাণ্ডের সঙ্গে আইএসের কোনো সম্পর্ক নেই। একটি গোষ্ঠি দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তারই ধারাবাহিকতায় সুনীল গোমেজকে হত্যা করা  হয়েছে। ইতিমধ্যে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অচিরেই মূল খুনিদের আইনের আওতায় আনা হবে। এসময় তিনি উপস্থিত পুলিশ কর্মকর্তাদের সুনীল হত্যাকারীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতারের নির্দেশ দেন।

Natore-palok

পরে তিনি নিহত সুনীল গোমেজের পরিবারকে সমবেদনা জানান এবং ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় গুরুদাসপুর-বড়াইগ্র্রামের সংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস, জেলা প্রশাসক খলিলুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর কিছুক্ষণ পরে নাটোর সদর আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল নিহত সুনীলের বাড়িতে যান। নিহত সুনীল গোমেজের কন্যা ও আত্মীয়দের সমবেদনা জানান। এক পর্যায়ে নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল তার মেয়ের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন।

উলে­খ্য, গত ৫ জুন নাটোরের বনপাড়ার খ্রিস্টান পল্লীতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সুনীল গোমেজকে হত্যা করে।

রেজাউল করিম রেজা/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।