ট্রেনের ধাক্কায় ইজিবাইকচালক নিহত
ফাইল ছবি
হবিগঞ্জের মাধবপুরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক চালক সারাজ মিয়া নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট রেলওয়ে সেকশনের শাহজীবাজার গ্যাসফিল্ড রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালক সারাজ মিয়া চুনারুঘাট উপজেলার ডেউয়াতলী গ্রামের ছিদ্দিক আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সারাজ মিয়া ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে রেলক্রসিং পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত ট্রেনের ধাক্কা লাগে। এতে চালক ঘটনাস্থলেই মারা যান।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/এমএস