সালিশ বৈঠকে সংঘর্ষ : যুবলীগ নেতা নিহত


প্রকাশিত: ০২:৪১ পিএম, ১৭ জুন ২০১৬

হবিগঞ্জে সালিশ বৈঠকে বিবদমান দুই পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিজামপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হন আরো অন্তত ১০ জন।

ময়নাতদন্ত শেষে শুক্রবার বাদ জুমা নিহত যুবলীগ নেতার দাফন সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত আটক দুই মহিলাকে কারাগারে পাঠানো হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।