চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম


প্রকাশিত: ০৪:৩১ এএম, ১৮ জুন ২০১৬

ঝিনাইদহে চাঁদা না পেয়ে লিয়াকত আলী নামে এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। শুক্রবার রাত ১১টার দিকে শৈলকুপা উপজেলার মিনগ্রামে এ ঘটনা ঘটে।

আহত মুক্তিযোদ্ধাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের স্বজন ও এলাকাবাসী জানায়, বেশ কয়েকদিন ধরে দুবৃর্ত্তরা মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এরই জের ধরে রাতে দুবৃর্ত্তরা তার বাড়িতে চাঁদার টাকা নিতে আসে। সে সময় লিয়াকত আলী টাকা দিতে অস্বীকার করায় তাকে কুপিয়ে গুরতর আহত করে। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

নাসিম আনসারী/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।