মেয়েকে হত্যার অভিযোগে বাবা আটক
পারিবারিক কলহের জের ধরে চাঁপাইনবাবগঞ্জ শহরের আজাইপুর ধানুর মোড় মহলায় মেয়েকে হত্যার অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে আটক করা হয়। আটক মাহবুব হাসান বাবু জাইপুর মহলার লালচাঁন মোলার ছেলে।
সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, পাঁচ বছর আগে আজাইপুর মহলার লালচাঁন মোলার ছেলে মাহবুবের সঙ্গে শহরের নতুন ব্রিজ সংলগ্ন নামোচরী গ্রামের হোসেন আলীর মেয়ে ইয়াসমিনের বিয়ে হয়। গত ২৮ মে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হলে ইয়াসমিন তার ২২ মাসের কন্যা মাহিমাকে তার বাবার কাছে রেখে চলে যায়।
এরপর থেকে মেয়েটি দাদির কাছে ঘুমালেও রোববার সকালে নামাজের ফাঁকে মাহবুব তার মেয়ে মাহিমাকে নিজ শোবার ঘরে নিয়ে যায়। পাশের ঘরে নামাজ পড়ার সময় চিৎকার শুনে দাদি ছেলের ঘরে এসে মাহিমাকে মৃত অবস্থায় দেখতে পায়।
ধারণা করা হচ্ছে- ইটের টুকরো দিয়ে মাথা আঘাত করে তাকে হত্যা করা হচ্ছে। পরে বেলা ১২টার দিকে পুলিশ ধানুরমোড় এলাকা থেকে মাহবুব হাসান বাবুকে আটক করে। খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পরিবার ও এলাকাবাসী মাহবুববকে মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে। সে প্রায়ই পরিবারের অনান্য সদস্যদেরও মারধর করতো।
মোহা. আব্দুলাহ/এআরএ/পিআর