বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা

কুমিল্লা বিভাগ ঘোষণা না দিলে নিজেরাই লিখে ফেলবো

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ১৮ অক্টোবর ২০২৫

কুমিল্লা বিভাগ ঘোষণার দাবিতে সমাবেশ করেছে সর্বস্তরের জনগণ। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির ব্যানারে শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে একাত্মতা পোষণ করে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিন উর রশিদ ইয়াছিন, জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, নায়েবে আমির এমদাদুল হক মামুন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু দক্ষিণসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ীক সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিন উর রশিদ ইয়াছিন বলেন, কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন। বিগত স্বৈরাচার সরকার এ দাবি উপেক্ষা করে বিষয়টি ঝুলিয়ে রেখেছিল। বর্তমান সরকারের কাছে আমার দাবি দ্রুত কুমিল্লা বিভাগ ঘোষণা করতে হবে। অন্যথায় কুমিল্লাবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবো।

তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে বিভাগ ঘোষণা না দিলে নিজেরাই নিজেদের চিঠিপত্রে লিখে ফেলবো জেলা কুমিল্লা, বিভাগ কুমিল্লা।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।