ফরিদপুর

বিএনপি নেতাকর্মীদের বাধায় ভন্ডুল জামায়াতের নির্বাচনি সভা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১০:০০ পিএম, ১৮ অক্টোবর ২০২৫

ফরিদপুরের সালথায় জামায়াতে ইসলামীর একটি নির্বাচনি জনসভা ও যোগদান অনুষ্ঠান ভন্ডুল করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সালথা উপজেলা জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল ফজল মুরাদ এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে আবুল ফজল মুরাদ বলেন, শনিবার বিকেল ৩টার দিকে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিধুপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জামায়াতের নির্বাচনি জনসভা ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে সেখানে স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অন্যায় ও বিধিবহির্ভূতভাবে পাল্টা সভা আহ্বান করে তাদের শান্তিপূর্ণ অনুষ্ঠানস্থলটিকে ভন্ডুল করে দেন। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

জামায়াতের এই নেতা আরও বলেন, বিএনপির ওই নেতাকর্মীরা তিন-চারটি দলীয় ব্যানার তৈরি করে জামায়াতের আয়োজিত সব ধরনের প্রোগ্রাম ভন্ডুল করার চেষ্টা চালাচ্ছেন। আমরা বর্তমানে হুমকি ও আতঙ্কের মধ্যে আছি।

সভা ভন্ডুলের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার বলেন, জামায়াতের ওই সভাস্থলে স্থানীয় বিএনপির এক নেতা জামায়াতে যোগদান করার কথা ছিল। তাই বিএনপির কিছু নেতাকর্মী ওই সভায় বাধা দিয়েছে বলে শুনতে পেয়েছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান, সালথা উপজেলা আমির অধ্যাপক আবুল ফজল মুরাদ, নায়েবে আমির আজিজুর রহমান মজনু, সেক্রেটারি তরিকুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা মিকাইল হোসেন, শ্রমিক কল্যাণের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী, মাঝারদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ওলিউজ্জামান, জামায়াত ইসলামী নেতা কাজী সায়েম প্রমুখ।

এন কে বি নয়ন/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।