গাইবান্ধায় থালা হাতে শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৬:০১ পিএম, ১৯ অক্টোবর ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে থালা হাতে বিক্ষোভ করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। রোববার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ করেন।

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার চন্ডিপুর গেন্দা মরিয়ম সিনিয়র মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. বজলুর রহমান, শিবরাম মো. হোসেন স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক মো. আবু তাহের আলম, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ মান্নান আকন্দ, ভাটি কাপাসিয়া সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মাহফুজার রহমান লেলিন, খানাবাড়ি এম ইউ দাখিল মাদরাসার সুপার মো. ইয়াকুব আলী, মিজানুর রহমান দাখিল মাদরাসার সুপার মো. ইদ্রিস আলী ও জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজমুল হুদা প্রমুখ বক্তব্য রাখেন।

আনোয়ার আল শামীম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।