শেরপুরে পোস্ট অফিসের টাকায় জাল নোট থাকায় দুই কর্মচারী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ১৯ অক্টোবর ২০২৫

শেরপুরে পোস্ট অফিসে জাল নোট পাওয়ার ঘটনায় পোস্ট অফিসের দুই কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন ক্যাশিয়ার মানিক মিয়া ও ট্রেজারার হাফিজুর রহমান।

রোববার (১৯ অক্টোবর) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম দুজনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিষয়টি গভীরভাবে তদন্ত চলছে। দুজনকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহের তালিকায় আরও কয়েকজন রয়েছেন।

মানিক মিয়াকে ১৬ অক্টোরব ও হাফিজুর রহমানকে শনিবার (১৮ অক্টোবর) গ্রেফতার করা হয়েছে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর শেরপুর সদর উপজেলার গনইমমিনাকান্দা গ্রামের ষাটোর্ধ্ব নিরক্ষর নারী শাহিনা বেগম উত্তরা ব্যাংকে দুই লাখ ৬৯ হাজার টাকা জমা দিতে যান। উত্তরা ব্যাংকের ক্যাশিয়ার টাকা গুনে নেওয়ার সময় দেখতে পান, ওই টাকার মধ্যে ৫৩টি হাজার টাকার নোট জাল।

তার আগে ৯ অক্টোবর দুপুরের পর শেরপুর সোনালী ব্যাংকে নুহু নামের এক ব্যক্তি সরকারি চালানের দুই লাখ ৪৩ হাজার টাকা জমা দিতে যান। সোনালী ব্যাংকের ক্যাশিয়ার টাকা নেওয়ার সময় ২৫টি হাজার টাকার নোট জাল ধরা পড়ে।

আরও পড়ুন
শেরপুরে জাল নোট নিয়ে হুলুস্থুল

ভুক্তভোগী দুই গ্রাহকই শেরপুর পোস্ট অফিস থেকে টাকাগুলো উত্তোলন করেছিলেন বলে জানান। তারপর থেকে বিষয়টি নিয়ে প্রশাসন, পোস্ট অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সরকারের গোয়েন্দা বিভাগ নড়েচড়ে বসে। সরকারের অন্তত তিনটি বিভাগ জাল টাকার বিষয়ে তদন্ত করছে।

কোর্ট ইন্সপেক্টর জিয়া বলেন, ‌‘মানিক মিয়া ও হাফিজুর রহমানকে আজ আদালতে তোলা হয়। হাফিজুর রহমান জাল টাকার বিষয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। মানিক মিয়াকে সাত দিনের রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।’

মো. নাঈম ইসলাম/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।