মিরসরাইয়ে ভারতীয় শাড়িসহ ২ চোরাকারবারি আটক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৬:১৯ এএম, ২০ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় শাড়িসহ দুই চোরাকারবারিকে আটক করেছে।

রোববার (১৯ অক্টোবর) রাতে উপজেলার বারইয়ারহাট পৌরসভার খান সিটি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এসময় ১০২ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

আটকরা হলেন—জিয়া উদ্দিন বাবুল (৩০) ও রিয়াদ হোসেন (২৬)। তারা ছাগলনাইয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম ছাগলনাইয়া গ্রামের বাসিন্দা।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, থানা পুলিশের বিশেষ অভিযানে পাচারের সময় ১০২ পিস ভারতীয় শাড়িসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হবে।

এম মাঈন উদ্দিন/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।