ঋণের টাকায় কেনা ভ্যান চুরি, কেঁদেই চলেছেন হাফিজ শেখ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ২১ অক্টোবর ২০২৫
জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে ভেঙে পড়েছেন হাফিজ শেখ/ছবি-জাগো নিউজ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হাফিজ শেখ (৫৫) নামের এক ব্যক্তির ভ্যান চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে ভেঙে পড়েছেন ওই ভ্যানচালক।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ভ্যানচালক হাফিজ শেখের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া গ্রামে। তিনি জানান, পাটগাতী এলাকায় একটি গ্যারেজের সামনে তিনি ভ্যান নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এসময় এক অপরিচিত ব্যক্তি এসে বলেন, ‘হাসপাতালের সামনে যাবো, আমার রোগী আছে।’ প্রথমে যেতে চাননি, পরে তার কথায় রাজি হন। হাসপাতালে পৌঁছে ওই ব্যক্তি বলেন, ‘ওপরে রোগী ও মালামাল আছে, আপনি সঙ্গে আসেন।’

ঋণের টাকায় কেনা ভ্যান চুরি, কেঁদেই চলেছেন হাফিজ শেখ

পরে মাল আনতে ওপরে গিয়ে ফিরে এসে দেখেন, তার ভ্যান সেখানে নেই। চোর নিয়ে পালিয়েছে।

কান্না করতে করতে হাফিজ শেখ বলেন, ‌‘৬০ হাজার টাকা দিয়ে ভ্যানটা কিনেছি। মাত্র চারটি কিস্তি পরিশোধ করেছি। এখন আমি কীভাবে চলবো? এই ভ্যানটাই ছিল আমার পরিবারের একমাত্র ভরসা।’

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) খন্দকার আওরঙ্গজেব বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে। চোর চক্রকে শনাক্ত করে ভ্যান উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।