খাওয়ারও সুযোগ পায়‌নি হাসিনা: রেজাউল ক‌রিম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ২১ অক্টোবর ২০২৫
ইসলামী আন্দোলনের আমীর মুফ‌তি সৈয়দ মুহাম্মাদ রেজাউল ক‌রিম

ইসলামী আন্দোলনের আমীর মুফ‌তি সৈয়দ মুহাম্মাদ রেজাউল ক‌রিম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লী‌গের নেত্রী শেখ হা‌সিনা দম্ভ করে বলেছিলেন হা‌সিনা পালায় না। কিন্তু তিনি পালালেন। পালানোর সময় খাওয়ারও খেয়ে যেতে পারেননি।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ভোলা জেলা প‌রিষদের হলরুমে ইসলামী সমাজ ব্যবস্থা ও কল্যাণরাষ্ট্র গঠনে ওলামায়ে কেরামের ভাবনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল ক‌রিম বলেন, ইসলামী আন্দোলন এম‌পি, মন্ত্রীর ও সম্পদের জন্য রাজনীতি করে না।

তি‌নি আরও বলেন, আমরা ঘোষণা দিয়েছি ইসলামী দলের এক বক্স থাকবে। আর এই ঘোষণার পরেই এক শ্রেণির মানুষের মাথা খারাপ হয়ে গেছে।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা প‌রিষদের সভা‌প‌তি মুফ‌তি মুহাম্মাদ ইয়াসীন নবীপু‌রির সভাপ‌তিত্বে এসময় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের আতাউর রহম‌নি মোমতাজী, সেক্রেটারি ত‌রিকুল ইসলাম তারেকসহ প্রমূখরা।

জুয়েল সাহা বিকাশ/এনএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।