মেহেরপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
মেহেরপুরের গাংনী উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুমি খাতুন (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টার দিকে গাংনী উপজেলার শুকুরকান্দি সিএনজি ফিলিং স্টেশনের সামনে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমি খাতুন বামুন্দি ইউনিয়নের বাদিয়াপাড়া গ্রামের উত্তরপাড়ার আরিফুল ইসলামের স্ত্রী। এছাড়া আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সুমি খাতুন তার ভাবি মনোয়ারা খাতুনকে নিয়ে কুষ্টিয়া থেকে বাড়ি ফিরছিলেন। পথে শুকুরকান্দি সিএনজি স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাতে থাকা ৩ জনই গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় সুমি খাতুনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সুমি খাতুনের মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।
আসিফ ইকবাল/এনএইচআর/এএসএম