ময়মনসিংহে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ১২:০৮ পিএম, ২৩ অক্টোবর ২০২৫

ময়মনসিংহে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর ভাটি বাড়েরা এলাকার বাইপাস সড়ক থেকে নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত অটোরিকশা চালকের নাম মাসুদ মিয়া (৩৮)। তিনি ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান গ্রামের খোরশেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২২ অক্টোবর) বিকেল চারটার দিকে ময়মনসিংহ শহরের আকুয়া এলাকার একটি গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয় মাসুদ। রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ নগরীর ভাটি বাড়েরা এলাকার বাইপাস রোডে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে থানায় খবর দিলে রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধার ও জড়িতদের চিন্তিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলাও প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কামরুজ্জামান মিন্টু/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।