দিপু ভূঁইয়া

নবীজিকে নিয়ে কটূক্তি করলে তাকে ফাঁসিতে ঝোলানোর চেষ্টা করবো

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ২৩ অক্টোবর ২০২৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইমাম সম্মেলনে বক্তব্য রাখেন মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, নবীজি মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করলে তাকে ফাঁসিতে ঝোলানোর সর্বোচ্চ চেষ্টা করবো। নবী করিমের (সা.) প্রতি কটূক্তি মানে পুরো মুসলিম উম্মাহর প্রতি অবমাননা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার গন্ধর্বপুর মেহেরুননেছা ইসলামিয়া ও হাফিজিয়া মাদরাসা মাঠে তারাবো পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু আরও বলেন, ‌‘ইমামরা সমাজের আয়না। সমাজ থেকে কলুষিত দূর করতে ইমামদের বিকল্প নেই। ইমামরা উচ্চ আসনের মানুষ। তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পান না।’

তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হকের সভাপতিত্বে ও মুফতি আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবির, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

নাজমুল হুদা/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।