বিজিবির অভিযান

খাগড়াছড়িতে ৯ মাসে সাড়ে ১৯ কোটি টাকার চোরাচালান জব্দ, আটক ২৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ২৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের অধীন ১৩টি ব্যাটালিয়ন গত ৯ মাসে অভিযান চালিয়ে মাদক, বিভিন্ন চোরাচালানের মালামাল ও অস্ত্র, গুলি উদ্ধারসহ ২৭ জনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ির মাটিরাঙ্গার যামিনী পাড়া ২৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়ন এ তথ্য জানায়।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কঠোর নজরদারি ও টহল জোরদার করা হয়েছে জানিয়ে ব্রিফিংয়ে যামিনি পাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খালেদ ইবনে হোসেন জানান, বাংলাদেশ ভারতের সঙ্গে চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়ন এলাকার ৫৪০ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা, চোরাচালান দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে বিজিবি। এই রিজিয়নের অধীনে থাকা ১৩টি ব্যাটালিয়ন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দুর্গম সীমান্ত এলাকায় অভিযান, নজরদারি ও টহল কার্যক্রম জোরদার রেখেছে।

বিভিন্ন সময়ে পরিচালিত অভিযানে গত ৯ মাসে ১৯ কোটি ৫৫ লাখ টাকার অবৈধ চোরাচালান মালামাল জব্দ করা হয়েছে। এছাড়াও খাগড়াছড়ির সীমান্তে অবৈধভাবে পুশ ইন জিরো ট্রলারেন্সে নেমে এসেছে। সীমান্তে সক্ষমতা বাড়াতে বিওপি বাড়ানোসহ পাহাড়ে অপারেশন উত্তরণের আওতায় অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে জানিয়েছেন লে. কর্নেল খালেদ ইবনে হোসেন।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৯টি আগ্নেয়াস্ত্র ও ৩৫ রাউন্ড গুলি, গান পাউডার, ১ হাজার বোতল বিদেশি মদ, ৩৩০ কেজি গাঁজা, ৮৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪৪৫টি গরু, মহিষ ও ছাগল। এছাড়াও বিপুল পরিমাণ মোবাইল ফোন, বিদেশি সিগারেট, কাপড় ও আতশবাজি আটক করা হয়েছে। বিশেষ করে পার্বত্য অঞ্চলে অস্ত্র ও মাদক পাচাররোধে বিজিবির সদস্যরা তৎপর রয়েছে। চোরাচালান ও সীমান্ত অপরাধের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা যেকোনোভাবে প্রতিহত করতে বিজিবি প্রস্তুত রয়েছে। স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় রেখে সম্প্রীতি রক্ষায়ও কাজ করছে বিজিবি।

এ সময় যামিনী পাড়া ২৩ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক আবুল লেইচসহ বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুজিবুর রহমান ভূঁইয়া/এনএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।